সারাদেশ

দেশটাকে সামাজিক মানবিক হিসাবে গড়ে তোলার সুযোগ হিসাবে ধানের শীষে ভোট চাইলেন আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মরমি সাধক কালুশাহ্ ফকিরের মাজারে ১৭৬ তম ওরশ মোবারক অনুষ্ঠানে হাজার ভক্ত অনুসারীর মাঝে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন মানিকগঞ্জ ৩ এর বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯ টার দিকে আধ্যাত্মিক সাধক কালুশাহ্ ফকিরের মাজারে ১৭৬ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠানে উপস্থিত হন মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। মাজার জিয়ারত করে, ওরশে আসা কয়েক হাজার ভক্ত অনুসারীর মাঝে তিনি বলেন, দেশটাকে সামাজিক-মানবিক হিসেবে গড়ে তুলতে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষে ভোট প্রার্থণা করেন।
তিনি আরও বলেন, মানিকগঞ্জের ঐতিহ্য ধরে রাখতে হবে। মানিকগঞ্জ ধানের শীষের ঘাটি, ধানের শীষ কে বিজয়ী করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। জনগনের ভোটে নির্বাচিত হলে বিএনপি সরকার গঠন করলে লালনের সমসাময়িক কালুশাহ্ ফকিরের ইতিহাস সরকারী ভাবে সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার অঙ্গীকার করেন।
তিনি বলেন এবারের নির্বাচনে পুরুষ‌ ভোটারের চেয়ে নারী ভোটার বেশী আমি একজন নারী প্রার্থী হিসেবে আপনাদের মূল্যবান ভোট পাবে আশা করি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ এ ভোটার রয়েছে ৪০১৫৬০ টি তার মধ্যে পুরুষ ভোটার ২০০১৬৭ মহিলা ভোটার ২০১৩৯২। স্বাধীনতার পর হতে এখন পর্যন্ত এ আসনে কোন নারী সংসদে প্রতিনিধিত্ব করেনি। এবার সুযোগ এসেছে নারী প্রতিনিধিত্ব করার। নারী ভোটারদের মাঝে বিপুল উৎসাহ দেখা গেছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জৈষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার রাশিদ মাইমুনুল ইসলাম অন্তু, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা, সাটুরিয়া কালুশাহ্ ফকিরের বংশধর সালাউদ্দিন, লিটন শাহ, রেজাউল, শামীম হোসেন সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,