সারাদেশ

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে বাইতুস সালাম ঈদগাহ মাঠ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ ফুয়াদ রহমানগাইবান্ধা জেলার মধ্য গোবিন্দপুর কলেজ পাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাম ঈদগাহ মাঠে ৩০/১/২০২৬ ইং তারিখ শুক্রবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
যুব সমাজ তরুণ সংঘ, মধ্য গোবিন্দপুর, কলেজপাড়া, গাইবান্ধা-এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের খেলা শুরু হয়। আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে এবং প্রতিটি ম্যাচ নিয়ম ও রেফারির সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে চ্যাম্পিয়ন দল পাবে একটি খাসি ও ট্রফি, এবং রানার্সআপ দল পাবে ৬,০০০ টাকা পুরস্কার।
আয়োজকরা বলেন,
“বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।”
খেলার প্রথম দিন থেকেই মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। দর্শকরা সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করেছেন এবং খেলোয়াড়দের উচ্ছ্বাসিত করে উৎসাহ প্রদান করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,