মীরজাফরদের ঠাই বিএনপিতে হবে না : মান্নান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যে সকল নেতাকর্মীরা দলের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন ঐ সকল মীরজাফরদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করার জন্য হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, যে সকল বিএনপির নেতাকর্মীরা দিনের বেলায় ধানের শীষ প্রতিক ও রাতের অন্ধকারে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করছেন তাদেরকেও চিহিৃত করা হচ্ছে। আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান। না হলে আপনাদের পতন অনিবার্য। মনে রাখেবেন ঐ সকল নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হতে পারে না।
তাদের পরিচয় একটাই তারা মীরজাফর। সাধারণ মানুষ তাদেরকে আস্থা কুড়ে নিক্ষেপ করবে।
শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। ধানের শীষের বিজয় হলে এদেশের নিপিড়িত মানুষের বিজয় হবে। বিগত ১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ আন্দোলন সংগ্রাম করে গেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব. জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য শহিদুল ইসলাম, সদস্য জুয়েল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাও. তৈয়ব আল হোসাইন, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সম্রাট আকবর, যুবদল নেতা মো. মাসুদ রানা খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।####





