সারাদেশ

শিশু তানজিমের করুণ মৃত্যু : তরুণদের চেষ্টা ব্যর্থ 

 মো: হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের শাকিল হোসেনের পুত্র
অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছে শিশু শ্রমিক তানজিম হোসেন (১১) । মাতৃহীন তানজিম হোসেনের মৃত্যুতে থেমে গেছে  তরুণদের “সাহায্যের জন্য হাত বাড়ানো। তরুণদের উদ্যোগের সকল কার্যক্রম। সর্বত্র নেমে এসেছে নিস্তব্ধতা । কালীগঞ্জ শহরের অদূরে মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সে ওয়েলডিং মেশিনের ইলেকট্রিক শক সার্কিট থেকে পার্কিংয়ে থাকা দুটি ট্রাক আগুনে ভুষ্মিভূত হয় মঙ্গলবার (২২ এপ্রিল) । সে দিন ওয়েলডিং মেশিনে কাজ করা শিশু শ্রমিক তানজিম হোসেন (১১) ওই আগুনে মারাত্নকভাবে দগ্ধ হয় । মৃত্যুর সাথে ৪ দিন লড়াই শেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে  রাতে মারা যায় শিশু তানজিম । তানজিম হোসেন ভাতঘরা গ্রামের হতদরিদ্র ভ্যানচালক শাকিল হোসেন এর একমাত্র ছেলে । আগুনে দগ্ধ শিশুটির ভিডিও সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে সবাই শিউরে উঠে । মাতৃহীন শিশু তানজিমকে বাঁচানোর জন্য তার নিজ গ্রামের তরুণরা সেদিনই সোস্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে পোষ্ট করতে থাকেন । গ্রামের তরুণরা “সাহায্যের জন্য হাত বাড়ান” নামের ম্যাসেঞ্জার গ্রুপ খুলে আলোচনা করে সেদিনই সিদ্ধান্ত নেয় তানজিমকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার । সেভাবে গ্রামটির তরুনরা কাজ করলেও , দিনশেষে শিশু তানজিমের মৃত্যুতে নিস্তব্ধ হয়েছে সবাই । ব্যর্থ হয়েছে তরুণদের চেষ্টা । সাহায্যের হাত বাড়ান গ্রুপের এডমিন আকাশ ইসলাম বলেন, আমাদের চেষ্টার কমতি ছিল না । তবে আমরা সময় কমই পেয়েছি । আরো সময় পেলে হয়তো আমরা শেষ চেষ্টাটুকু করতে পারতাম । শিশু তানজিমের পিতা শাকিল হোসেন বলেন , আমার পক্ষে বেশি কিছু করা সম্ভব ছিল না । আমি গরিব মানুষ । আমার কিছুই করার নেই । জানা যায় , ২২ এপ্রিল (মঙ্গলবার) আগুনে দগ্ধ তানজিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় , এ দিনেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল প্রেরন করে কালীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ । যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ওই দিন রাতে (২২ এপ্রিল) ভর্তি করা হয় শিশু তানজিমকে । ৪ দিন পর সেখানে মৃত্যু হয় শিশুটির ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,