সারাদেশ

পিরোজপুরে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে দুই ঘরে ডাকাতি

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে গভীর রাতে এক বাড়ির দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সদর উপজেলার  টোনা ইউনিয়নের চলিশা গ্রামের গাজী ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সিধ ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।  পিরোজপুর সদর থানার  ওসি মো: রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী গাজী মো. ফিরোজ জানান, শনিবার রাত তিনটার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা সব রুমে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রপ ভাংচুর করে ২ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
তবে গাজী ওমর ফারুক বলেন, বিগত দিনে আমাদের এলাকায় আওয়ামী লীগের একটি মিটিং হয় সে মিটিংয়ের কথা পুলিশ জানতে পেরে সেখানে এসে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে যায়। ওই সময় আমি বাড়িতে ছিলাম।  তারপর থেকেই আমাকে বিভিন্ন সময়ে তাদের পরিবারের লোকজন হুমকি দিয়ে আসছিল। আমি পুলিশকে খবর দিয়ে এনে তাদের ধরিয়ে দিয়েছি। এছাড়াও তারা আমাকে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়। ডাকাতির দিন রাতে আমি ঢাকা ছিলাম। সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে আমাদের ঘরে ডাকাতি হয়েছে। তাই আমি দ্রুত ঢাকা থেকে পিরোজপুর বাসায় চলে আসি।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, দুটি ঘর থেকে আনুমানিক ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,