সারাদেশ

মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক নিহত

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর সীমান্তে ওবাইদুল (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হত্যার পর তার মরদেহ নিয়েগেছে বিএসএফ। নিহত ওবাইদুল উপজেলার সীমান্তবর্তী গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে। বাংলাদেশ সীমান্ত পিলার ৪৮-৪৯ এর মধ্যবর্তী ঘোপের মাঠ নামক স্থানে এ ঘটনা ঘরে।
নিহতের পরিবার ও এলাবাসী জানান, শনিবার রাতে গোপালপুর সীমান্ত দিয়ে ওবাইদুরসহ ৫/৬ জনের একটি দল ভারত থেকে অবৈধ ভাবে গরু ও ফেনসিডিল আনতে ভারতে যায়। রাত ২টার দিকে ভারতের উত্তর চব্বিশপর্গনা জেলার বাগদা থানার মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওবাইদুলের মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা পালিয়ে আসে। বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যান্তরে নিয়ে চলে গেছে বলে স্থানীয় ভাবে জানাগেছে।
স্থানীয় বাসিন্দা ইসলাম আলীর ছেলে ইদ্রিস জানান,ওবাইদুল সন্ধায় তার নিজ বাড়িতে ধান গোছানোর কাজ করছিলো। আকাশে মেঘ দেখা দিলে কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। সকালে জানতে পারি সে বিএসএফের গুলিতে মারা গেছে।
নিহত ওবাইদুলের পিতা আবু হানিফ বলেন আমার ছেলে ঢাকায় অটো চালায়। ধান গোছানের জন্য বাড়িতে এসেছে। সন্ধায় বাতিতে ধান গোছাচ্ছিল, রাতে কয়েকজন ফোন করে ডেকে নিয়ে যায়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি। আজ রবিবার সকাল ৮টার দিকে জানতে পারি বিএসএফ তাকে গুলি করে মেরে ফেলেছে।
ইউপি সদস্য বাবুল হোসেন জানান, অবৈধ ভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ওবাইদুরের মৃত্যুর ঘটনা সকালে জানতে পারি। তিনি আরও জানান ৫/৬ জন গিয়েছিলো ভারতে গরু আনতে। সবাই পালাতে পারলেও ওবাইদুর গুলি বৃদ্ধহয়ে নিহত হয়।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালপুর এলাকার ৫/৬ জন মিলে রাতে অবৈধ ভাবে গরু ও মাদক আনতে ভারতে গিয়েছিলো । বিএসএফের গুলিতে তাদের মধ্যে ওবাইদুর রহমান নামের এক জনের মৃত্যু হয়েছে এবং তার লাশ ভারত সীমান্তের ২০০ গজ ভিতরে রয়েছে বলে সকালে জানতে পেরেছি।
মহেশপুর-৫৮বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মোঃ রফিকুল আলম জানান, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা জানার পরে বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পরে আপনাদেরকে সকল তথ্যে জানাত পারবো।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,