সারাদেশ

কান কামড়ে ছিঁড়ে নিলো এক ব্যবসায়ী, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলা চালিয়ে তার কান কামড়ে বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদেন মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার বিকালে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জানা গেছে,  শনিবার বেলা ১১ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভান্ডারিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ও ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সঞ্জয় দেবনাথের উপর ইলেকট্রিক ব্যাবসায়ী মানবেন্দ্র মুন্না  নিউ মার্কেট এলাকায় কয়েকজন ভাড়াটিয়া মাস্তান নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তার বাম কানের একটি অংশ কামড়ে ছিঁড়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় সঞ্জয় দেবনাথকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার বিকেলে বাজারের শতাধিক ব্যবসায়ী   বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসমাবেশ করেছেন।
এসময়  বক্তব্যা রাখেন ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মারুফ তালুকদার, ব্যাবসায়ী আযাদ সিকদার ও সোহেল সরদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারী মানবেন্দ্র মুন্না কে গ্রেফতার না করলে রবিবার বন্দরের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং মুন্নাকে যে ধরিয়ে দিবে তাকে ৫০ হাজার টাকা পুরুস্কার দেয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,