সারাদেশ

নগরীতে ১৪ লক্ষ টাকার অবৈধ সয়াবিন তেল আটক

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর)
গতকাল ২৮ এপ্রিল, সোমবার চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাট এলাকার সুইচ গেট খাল সংলগ্ন স্থানে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টীম প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ সয়াবিন তেল আটক করেছে।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় শুল্ক কর ফাঁকি দিয়ে লাইটার জাহাজ হতে অবৈধ সয়াবিন তেল সংগ্রহের সময় ৭ হাজার ৮ শত লিটার সয়াবিন তেল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,