সারাদেশ

অবৈধ মাটি কাটা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়া হবে , কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা 

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকাল ১১.৩০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন, সহকারীর কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির (মাষ্টার), কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির মাহামুদল হাসান,কালীগঞ্জ ইমাম পরিষদ, গাজীপুর এর সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন ( গাজীপুরী), কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম প্রধান,এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকরী কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ কালীগঞ্জে মাদক এবং অবৈধ মাটি কাটা নিষিদ্ধ করে বলেন মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। কালীগঞ্জের কোথাও অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ পেলে তাদের বিরুেদ্ধে কঠোর ভূমিকা নেয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিকদের এ বিষয়ে সুপারিশ না করার জন্য অনুরোধ জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,