সারাদেশ

–বিএনপি খমতায় ও তারেক রহমান দেশে ফিরে আশার অপেক্ষায় ভাত না খেয়ে দীর্ঘ ১১বছর  

তারেক রহমানের নির্দেশে সেই অসুস্থ্য বিএনপি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ ৩০.০৪.২০২৫ইং।
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ও তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এ ভাবে দিন গুনতে গুনতে প্রায় ১১বছর ভাত না খেয়ে আছেন মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাড়ার মৃত নুরের ছেলে বিএনপি কর্মি নিজাম উদ্দিন। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রী। তিনি অবসর সময়ে বাঁশবাড়ীয়া মোড়ে বিএনপির অফিসে পরিস্কার পরিচ্ছন সহ অফিস তত্বাবধান করে থাকেন। দীর্ঘদিন ভাত না খেয়ে থাকায় ধীরে ধীরে শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়েন। গত সপ্তাহে তার শারিরীক অবস্থার অবনতি হলে পারিবারিক ভাবে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা জানাজানি হলে তাৎক্ষনিক ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শারীরীক খোজ খবর নেওয়া শুরু করে। এবং তাৎক্ষনিক ভাবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক টিমকে নির্দেশ দেন নিজাম উদ্দিনের চিকিৎসা নিশ্চিত করার।
তারেক রহমানের নির্দেশ পেয়ে বুধবার ঢাকা থেকে ছুটে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন। তারা বেলা ১২টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্য নিজাম উদ্দিনের শারিরীক খোজ নিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন । স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তারেক রহমানের নির্দেশ মত আরো উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেঞ্চ যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুজানুর রহমান সুজা জানান, নিজাম উদ্দিন এক জন বিএনপির নিবেদিত কর্মি । আমরা জানি ১৪ সালে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আওয়ামীলীগের সন্ত্রসীদের হামলার কারণে রান্না করা খেচুড়ি নষ্ট হলে তার পর থেকে প্রায় ১১ বছর ভাত না খেয়ে আছে নিজাম উদ্দিন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় তার সু চিকিৎসা প্রয়োজন। সে গরীব মানুষ আমার আসা দল তাকে সমস্থ প্রকার সহযোগিতা করবে ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতির পক্ষ থেকে অসুস্থ নিজাম উদ্দিন কে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে। এবং তার পরিবারের সার্বিক খোজ খবর রাখা হচ্ছে।
উল্লেখ্যঃ ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রসী কতৃর্ক ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নে এক স্বরণ সভায় দুস্থদের মাঝে খাদ্য বিতারণের জন্য রান্না করে রাখা খাবার লাথি মেরে ফেলে নষ্ট করে দিলে মনের কষ্টে সেই দিন থেকে আজ অবধি ভাত খান নি নিজাম উদ্দিন(৭৫)।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,