নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া ও এ উপজেলায় চলমান বিভিন্ন প্রকল্পের অনিয়মের সত্যতা যাচাই করতে নাজিরপুরে উপজেলা এলজিইডি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদক সমন্বিত কার্যালয় পিরোজপুরের সহকারী পরিচালক মো. জাকির হোসেন নেতৃত্বে একটি টিম নাজিরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ে বেলা ১২ টার দিকে যান।
এসময় তারা উপজেলা নির্বাহী প্রকৌশলী এবি এম মাহমুদুল হাসানের সঙ্গে সাবেক প্রকৌশলি জাকির হোসেন মিয়া, উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার কম্পিউটার অপারেটর আব্দুস সালাম এর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দূর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলেন।
দুদক সূত্র জানা যায়, উপজেলা এলজিইডি কার্যালয়ের সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়া তার দায়িত্বপালন কালে সংগঠিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে এখানে আসে দুদক। এসময় তারা প্রকৌশলী জাকিরের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পান। এছাড়াও অভিযুক্ত জাকিরের সহযোগী ওই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার এর বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগের বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার দুটি প্রাইমারি স্কুলের কাজ না করিয়ে বিল পরিশোধ করেন স্বাগতা এন্টারপ্রাইজের মালিক ও নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস নামে এক ঠিকাদারকে। ওই বিদ্যালয় দুটি উপজেলার সদর ইউনিয়নের কলাতালা ও শ্রীরামকাঠি ইউনিয়নের কাইলানি গ্রামে। গত বছরের ৫ই আগষ্টের পর থেকেই ঠিকাদার লাপাত্তা।
এদিকে বাড়তি বিল পরিশোধ করার ঘটনা জানাজানি হলে বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী গফফার নিজ অর্থয়ানে কাজ চলিয়ে যাওয়ার জন্য স্কুল দুটির কাজের মেয়াদ বাড়িয়েছেন।
অভিযান শেষে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে ব্যপক দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার ৮ বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত।
এসময় তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পসহ ওই দুটি প্রাইমারি স্কুলের কাজ পরিদর্শন করবেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক কামরুজ্জামান ও পার্থ চন্দ্র পাল।