ভোলার কারাগারে মাদক মামলার আসামি অসুস্থ, হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু

মোঃ রাফসান জানি, ভোলা: ভোলায় শফিউল আলম শফি (৪৯) নামের এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ভোর ৮টার দিকে তিনি কারাগারে অসুস্থতা অনুভব করলে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
মৃত শফিউল আলম শফি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর গ্রামের মৃত আজিজের ছেলে।
কারাগার কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে বদিউল আলম বাদশা (৩৬) ও শফিউল আলম শফিকে ৩ কেজি গাঁজাসহ আটক করে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। পরে আদালতের মাধ্যমে গতকাল বিকেলে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
এরপর আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা কারাগারের জেলার মো. হুমায়ুন আহমেদ জানান, শফি বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়৷ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়, ধারণা করা হচ্ছে তিনি হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।