একটি দল জাতীয় সংসদ নির্বাচন না দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে -দেবীগঞ্জে বিএনপি নেতা আজাদ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন
অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবেনা। আমরা জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। একটি দল জাতীয় সংসদ নির্বাচন না দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে। তারা স্থানীয় নির্বাচন আগে দেয়ার কথা বলছে। তারা বিগত নির্বাচন গুলোতে কয়েকটি আসন পেয়েছে।
তিনি বলেন, বিএনপির দয়ায় তারা ১৮ টি আসন পেয়েছিল। এটাই তাদের সেরা অর্জন ছিল। আপনারা আগামী নির্বাচনে অংশ নেন৷ সরকার গঠনে সহযোগিতা করেন। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া কথা বলেন। শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়। মে দিবস উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয় এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পহেলা মে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। দেবীগঞ্জ উপজেলার ১৭টি শ্রমিক সংগঠন মহান মে দিবসের পালন করার আয়োজন করে।
বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া কথা বলেন। শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন।
দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, সদস্য সচিব রাসেল আহম্মেদ প্রধান, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান রাজু, সাধারন সম্পাদক রোকনুজ্জামান সুমন, পৌর কৃষক দলের আহবায়ক শাহজাহান সরকার, সদস্য সচিব আমিনুর ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শুরুর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিজয় চত্বর থেকে বের উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।