রূপগঞ্জে যুবলীগ নেতার বিচার ও গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

পারভেজ খান : রূপগঞ্জে ভূমিদস্যু যুবলীগ নেতা মোতালিবের বিচার ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে দাউদপুর এলাকাবাসী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুবলীগের নাম ভাঙ্গিয়ে পতিত সরকারের আমলে মোতালিব ও তার সন্ত্রাসীবাহীনির বিরুদ্ধে স্থানীয় কৃষকের ফসলি জমি, বসত ভিটায় বালি ফেলে ও জালিয়াতি করে জবর দখলের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন ভুক্তভোগীরা।
১৫ মার্চ শনিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের লক্ষ্যা মনোহরপুর মৌজার কাজিরটেক গ্রামে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় বেলদী-পলখান সড়ক ঘুরে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান তারা।
এমতবস্থায় ঐ যুবলীগ নেতার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।