সারাদেশ

বন্দর নগরী বেনাপোলে ১৩৯ তম মে’ দিবস পালিত  

বেনাপোল প্রতিনিধি
১৩৯ তম মহান মে দিবস” উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামিক বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মোঃ আজিজুর রহমান। অপরদিকে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর নেতৃত্বে র‍্যালিটি বন্ধন নগরী বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় শ্রমিক ইউনিয়নের এই র‍্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে বেনাপোল কাস্টমস হাউসের সামনে শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই শ্রমিক দিবসে বেনাপোল বন্দরের সকল শ্রমিকরা দাবি করেন তাদের দিনমজুর বাড়ানোর জন্য এবং বিশেষ করে বেনাপোল স্থল বন্দরে একটি হাসপাতাল নেই। তাদের বিশেষভাবে দাবী যাতে বেনাপোল স্থলবন্দরে একটি হাসপাতাল চাই। বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,