সারাদেশ

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পালিত হচ্ছে পবিত্র ফাতেহা শরীফ

শিমুল তালুকদার
বিশ্ব জাকের মঞ্জিল দরবার থেকে
আজ ৩০ এপ্রিল বুধবার ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পালিত হচ্ছে মহা পবিত্র ফাতেহা শরীফ ২০২৫
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনভর দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক
মাইক্রোবাস, প্রাইভেটকার সহ বিভিন্ন প্রকার যানবাহন যোগে মুরিদান, আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দের সমাগমে মুখরিত হয়ে উঠে জাকের মঞ্জিল দরবার শরীফের আসপাশ এলাকা। আজ বুধবার দিনভর জাকেররা
আসছেন পীরের সান্নিধ্যে।
জাকেরদের সুবিদার্থে দরবার শরীফ এলাকায় বিশাল প্যান্ডেল নির্মান, অজুখানা তৈরী, লাইটিং ব্যবস্থা, মহিলাদের থাকার জন্য আলাদা ভাবে প্যান্ডেল নির্মান, খাওয়ার মাঠ, বাথরুম  পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  এ ছাড়াও পুরো দরবার শরীফ এলাকা জুরে রয়েছে সিসিটিভির আওতায়।  শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিজস্ব সেচ্ছাসেবী বাহিনী নিয়োজিত রয়েছে।
পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে দিনভর জিকির আসকার, ওয়াজ মাহফিল, ও তরিকতের বয়ান সহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে ফাতেহা শরীফ।
উল্লেখ্য ২০০১ সালের পহেলা মে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)
ওফাত নেন। তার পর থেকে প্রতি বছর পহেলা মে  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে  পালিত হয়ে আসছে মহা পবিত্র ফাতেহা শরীফ।
আগামীকাল পহেলা মে (বৃহস্পতিবার)
বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ফাতেহা শরীফের আনুষ্ঠানিকতা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,