সারাদেশ

জেলা তথ্য অফিসের আয়োজনে পলাশবাড়ীতে উঠান বৈঠক 

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলা তথ্য অফিসের  আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে এপ্রিল-জুন, ২০২৫ কোয়াটারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিংগি গ্রামে উঠান বৈঠক  অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বুধবার বিকালে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ উঠান বৈঠকে সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, সহকারী তথ্য অফিসার আব্দুল আলিম,ইউপি সদস্য  আজাদুল সরকারসহ অন্যান্যরা। এতে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান (মাসুদ)।
বৈঠকে বক্তারা,১. ডেঙ্গু প্রতিরোধ ২. নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ৩. শিশুকে মাতৃদুগ্ধ দান ৪. শিশু ও নারী অধিকার ৫. শিশুর যথাযথ বিকাশ ৬. অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য ৭. জন্ম নিবন্ধন ৮. শিক্ষা ৯. নারীর ক্ষমতায়ন ১০. নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ ১১. পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ ১২. পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ১৩. শিশুর সচেতনতা ১৪. জেন্ডার সমতা ১৫. নিরাপদ মাতৃত্ব ১৬. বাল্য বিবাহ ১৭. ইভটিজিং ও পরিস্কার পরিচ্চন্ন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এদিন এরআগে সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে একই বিষয়ে উঠান বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,