সারাদেশ

চট্টগ্রামে সহপাঠীরা খুন করে বন্ধুর লাশ ফেলে দিল নদীতে 

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)

আজ বুধবার, ৩০ এপ্রিল সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁ থানা পুলিশ কর্ণফুলী নদীর হামিদচর এলাকা থেকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশটি নগরীর চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. রাহাতের। তার বয়স ১৪। খুন হওয়া ৭ম শ্রেণির ছাত্র মো. রাহাত চট্টগ্রাম নগরীর  বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে।

সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো।

জানা গেছে, ২৯ এপ্রিল স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় রাহাত। এ সময় ৪ বন্ধু মিলে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। আজ (বুধবার) স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর ফেরেনি রাহাত। স্কুল ছুটির পর তার পরিবার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। আজ বুধবার মরদেহটি উদ্ধার করা হয়েছে। রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল, এসব বিষয় তদন্ত করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,