সারাদেশ

দশমিনায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা,  স্বজনদের দাবি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে

মোঃজায়েদ হোসেন, দশমিনা উপজেলা প্রতিনিধি
দশমিনা উপজেলায় শাহিনুর বেগম (৩২) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্বজনদের দাবি তাকে হত্যা করে ঘরের মাচায় ঝুলিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সারে ৮ টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের মুন্সি বাড়িতে এঘটনা ঘটে।
নিহত শাহিনুর বেগম উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের মুন্সি বাড়ি মোঃ আলম মুন্সির দ্বিতীয় পুত্রর ইমরুলের স্ত্রী এবং একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খলিশাখালি গ্রামের হাজি বাড়ির মৃত্যু শানু মৃধার ছোট মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে যানা যায়, রণগোপালদী ইউনিয়ন ১নং ওয়ার্ডের উত্তর রণগোপালদী গ্রামের মুন্সিবাড়ির ইমরুলের স্ত্রী শাহিনুর বেগম দুই ছেলেকে নিয়ে কয়েকদিন আগে তার বাপের বাড়ি বেড়াতে যান, এরপরে দুই তিনদিন পরে সেখান থেকে তার ননদের বাড়ি বেড়াতে জান তারা।পরে দুইদিন আগে তারা সেখান থেকে তার স্বামীর বাড়িতে আসেন,পরে মঙ্গলবার সকালে বড় ছেলে জুবায়েরকে সকাল ৯ টায় স্কুলে পাঠিয়ে দেন তিনি।এরপরে প্রতিদিনের মতোই তার স্বামীর সাথে সে পানের বড়ে পান তুলে একটার সময় বাসায় এসে পান ধুয়ে মুছে তার শ্বশুরের বাসা থেকে খাবার এনে তারা খায়। পরে দুপুর ৩টার দিকে তার স্বামী পান নিয়ে দশমিনা বাজারে বিক্রি করতে যায়,বড় ছেলের জুবায়ের চারটার দিকে স্কুল থেকে এসে সে তার সহপাঠীদের সাথে খেলতে যায়,পরে সন্ধ্যার সময় বাসায় এসে দেখে তার দাদি মা শাহিনুরকে খোঁচাখুঁজি করতেছে। এসময় ছেলে তার মাকে না দেখতে পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করে সন্ধ্যার পর বাসায় ঢুকে ঘরের পাটাতনের মাচায় দেখে তার মায়ের মৃত্যুদেহ ঝুলছে। পরে জুবায়েরের ডাক চিৎকার শুনে বাড়ির লোকেরা এসে দেখে মৃতদেহ ঝুলছে। পরে স্থানীয়রা থানায় ফোন দিলে তাৎক্ষণিক ওই বাড়িতে পুলিশ গিয়ে মৃত দেহটি উদ্ধার করে থানায় আনে।
নিহত শাহিনুরের মা রনিয়া বেগম জানান, আমার মেয়ে ছেলেদেরকে ছোট রেখে আমার স্বামী আনুমানিক ১০ বছর আগে মারা যায়। এর পরে আমি কষ্ট করে আমার মেয়েকে বড় করে বিবাহ দিয়েছি,এর কয়েক বছর পরেই জামাই আমার শাহিনুর কে টাকা পয়সার জন্য জালা যন্ত্রণা অত্যাচার করে, আমার মেয়ে সব সময় বলতো আমি আমার এই দুইটা ছেলে দেখে আমি কখনো আত্মহত্যা করব না। তাহলে আমার এই সন্তানদেরকে কেউ পরিচয় দেবেনা। ওরা আমার মেয়েকে মেইরা ঘরের মাচায় ঝুলিয়ে রাখছে। এর কয়েক দিন আগে যৌতুকের টাকার জন্য শাহিনুরকে মাইরা তিন দিন ঘরে বাহিরে রেখেছে, এসময় তার চাচা শশুরের ঘরে আশ্রয় নেয়,পরে তার সামিকে বাড়ির সকলে বুঝিয়ে শুনে পুনরায় তার ঘরে উঠায়। মাঝে মাঝে টাকা পয়সার জন্য মেয়েকে তার জামাই অত্যাচার নির্যাতন যন্ত্রণা করতো। কয়েক মাস আগে আমি আমার মেয়ে জামাইকে নতুন ঘর তুলতে এক লক্ষ টাকা দিয়েছি। আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করেছি আমার মেয়ের পরিবারের সুখ শান্তি অনার জন্য। আজ সন্ধ্যার পরে খবর পাই আমার মেয়ে নাকি আত্মহত্যা করেছে,এটা একটি পরিকল্পিত হত্যা মনে করি। আমি আমার মেয়ের হত্যার সুস্থ তদন্ত করে বিচার চাই।
শাহিনুরের স্বামী ইমরুল মুন্সি জানান, শাহিনুর  আজ সকালবেলা প্রতিদিনের ন্যায় বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার সাথে আমার পানের বরে কাজ করতে যায় পরে বেলা একটার সময় আমরা দুইজন বাসায় এসে পান সাজিয়ে গুছিয়ে ধুয়ে আমি তিনটার দিকে পান বিক্রি করতে দশমিনা বাজারে যাই। পড়ে রাত৮ দিকে পথে বসে শুনতে পাই আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আমি কখনো শাহিনুর কে জ্বালা যন্ত্রণা অত্যাচার করতাম না। আমি আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করে আসছি ,কেমনে কি হয়ে গেল বুঝতে পারতেছি না।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম তালুকদার জানান,প্রাথমিকভাবে আমাদের কাছে আত্মহত্যা মনে হয়েছে। তারপরও যেহেতু পরিবার পরিজনের কাছ থেকে বিভিন্ন কথা উঠছে।সে কারেনে সঠিকভাবে প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়া দিন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,