গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরে মশাল মিছিল

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)
গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারও নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে দিনাজপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাত ৮টায় ওয়ারিয়ার্স অব জুলাই দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। দিনাজপুর জিলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি লিলি মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান।
ওয়ারিয়ার্স অব জুলাই দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ফরহাদ হোসেন বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতালসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস এই সবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে, সোচ্চার হয়েছে। সেই তাড়না থেকেই আমরা নেমেছি। আমরা আজ থেকে ইসরায়েলি সকল পণ্য বর্জন করবো, ইনশাআল্লাহ। আরও বক্তব্য রাখেন সংগঠক আসাদুজ্জামান নূর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব অন্তু খান।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ারিয়ার্স অব জুলাই দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদনান রহমান আবির, সদস্য সচিব মোস্তফা শাকিল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুজ্জামান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম, মুখপাত্র আজমিরা খাতুন।