সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

মাজহারুল ইসলাম বাদল
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার নবীনগর সমবায় মার্কেট এর সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সোমবার(৭এপ্রিল) বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ডাকা হয়েছে “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” বিশ্ব মানবতা আজ কোথায়?গাজায় ইসরাইলের নারকীয় বর্বর হামলা ও সহিংসতার বিরুদ্ধে ফিলিস্তিনে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নবীনগর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহীন রেজা টিটুর ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রহমত, সহ সভাপতি চাঁন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবন, সাংগঠনিক সম্পাদক শেখ মিহাদ,অর্থ সম্পাদক শ্যামল বর্মন শিমুল, দপ্তর সম্পাদক সাবিনা ইয়াসমিন পুতুল, সদস্য হেদায়েতুল্লাহ, কবি ও লেখক মোবারক হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, প্রবাসী শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাখির মতো মানুষ মারছে র্ববর ইসরাইলিরা।গাজা উপত্যকা আজ চরম মানবিক বিপর্যয়ের মূখে। নিরীহ ফিলিস্তিনবাসীর উপর চলমান নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।তারা সাড়াবিশ্বের মুসলমানদের এক হয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহব্বান জানান।আর এই জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার অনুরোধ করেন।
উল্লেখ্য গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং