সারাদেশ

চীনের দেয়া উপহারের হাসপাতাল দেবীগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে উপহার হিসেবে ১ হাজার শয্যার ৩টি হাসপাতাল উপহার দিবে। চীন সরকারের দেয়া বাংলাদেশকে উপহারের তিনটি হাসপাতালের মধ্যে একটি পঞ্চগড়ের দেবীগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
২রা মে দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের বিজয় চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পেশাজীবির লোকজন ছাড়াও সর্বস্তরের জন সাধারন অংশ নেন। দেবীগঞ্জ বাসীর ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে কয়েক হাজার লোক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি  আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, ইসলামী আন্দোলনের দেবীগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হাসান প্রধান, দেবীগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক  জিয়াউর রহমান জিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলম।
বক্তারা বলেন, সৈয়দপুর বিমানবন্দর থেকে দেবীগঞ্জ উপজেলা সদর সব থেকে নিকটে। উত্তরবঙ্গের মধ্যে দেবীগঞ্জ উপজেলায় সব চেয়ে বেশি ফাঁকা জমি রয়েছে। অন্যান্য স্থানের চেয়ে হাসপাতালটি দেবীগঞ্জে স্থাপন হলে সবদিকের জনগন চিকিৎসা সেবা ভালো পাবে।
তারা আরও বলেন, পঞ্চগড়ে কোন ভালো মানের হাসপাতাল বা মেডিক্যাল কলেজ নেই। যেখানে পঞ্চগড়সহ আশেপাশের মানুষেরা চিকিৎসা সেবা নিবে। পঞ্চগড় জেলায় প্রায় ১৩ লক্ষ লোকের বসবাস।
পঞ্চগড় জেলা শহর থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দুরত্ব অনেক বেশি। কোন রোগীকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যেই মৃত্যু বরন করেন। অনেক সময় হাসপাতালে নেয়ার সময়ও হয়না। পঞ্চগড়ে বড় ধরনের কোন হাসপাতাল না থাকার কারনে পঞ্চগড়ের মানুষেরা চিকিৎসা সেবা থেকে সব সময় বঞ্চিত হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রধান উপদেষ্টার কাছে চীন বাংলাদেশে ফ্রেন্ডশীপ হাসপাতাল স্থাপনের জন্য যে কয়েকটি স্থাপনা প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে তার মধ্যে দেবীগঞ্জ উপজেলা সদর সব থেকে নিকটে। সে হিসেবে দেবীগঞ্জ উপজেলাতেই হাসপাতালটি স্থাপন করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, রংপুরে একটি মেডিক্যাল কলেজ রয়েছে। সেখানে আশেপাশের মানুষেরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পায়। দিনাজপুরে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। সেখানকার আশেপাশের মানুষেরা ভালো চিকিৎসা সেবা পান। নীলফামারীতেও একটি মেডিক্যাল কলেজ রয়েছে। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নিকটে হওয়ার কারনে নীলফামারীর মানুষেরাও ভালো চিকিৎসা সেবা পান। পঞ্চগড়ে কোন কিছু না থাকার কারনে পঞ্চগড়ের সাধারন মানুষেরা কোন চিকিৎসা সেবা পাননা। বক্তারা চীনের দেয়া হাসপাতালটি দেবীগঞ্জে স্থাপনের জন্য প্রধান উপদেষ্টার আবেদন করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,