সারাদেশ

ভোলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু 

মোঃ রাফসান জানি , ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসলাম বর্দ্দার (৭০)  নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ মে) রাত ৮টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের তালতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসলাম বর্দ্দার ওই ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের ১ নং ওয়ার্ডে মৃত সাহেব আলীর ছেলে।
প্রত্যাক্ষ্যদর্শী ও নিহতের ভাতিজা সোহেল জানান, রাত ৮টার দিকে আমি ও আমার চাচা ইসলাম বর্দ্দার তালতলী বাজারের একটি মসজিদে এশারের নামাজ আদায় করি। পরে চাচা নামাজ শেষে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পাড় হওয়ার সময় ভোলা থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
তারা আরো বলেন, মোটরসাইকেলটির গতি ছিলো অনিয়ন্ত্রিত, ইসলাম বর্দ্দারকে ধাক্কা  দিয়ে মোটরসাইকেলটি রেখে দ্রুত স্থান ত্যাগ করেন আরোহী। পরে স্থানীয়রা ইসলাম বর্দ্দারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ইসলাম বর্দ্দার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,