সারাদেশ

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির সাথে শিক্ষকদের মতবিনিময় সভা 

খায়রুল খন্দকার ভূঞাপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহ্যবাহী গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান স্ট্যালিন এর সাথে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মতবিনিময় সভা।
সোমবার (৫ মে) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি (এডহক) মোঃ কামরুজ্জামান স্ট্যালিন।
আরো উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম নুরু, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম মন্ডল, মোঃ ফরহাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক কোষাধ্যক্ষ মোঃ হান্নান সরকার, শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান ঠান্ডু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাপতি তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বলেন , একটি সন্তান জন্ম নেওয়ার পরে তার পিতা মাতা অনেক স্বপ্ম নিয়ে তাকে স্কুলে ভর্তি করায় ৷ আর্থিক সমাস্যার কারনে যেন কোন ছাত্র ছাত্রীর পড়ালেখা বন্ধ হয়ে না যায় সে দিকে শিক্ষকদের খেয়াল রাখতে বলেন। ছাত্র ছাত্রীদের পড়ালেখায় আরো মনোযোগী করতে হবে।
এ্যাডহক কমিটির সভাপতি মনোনিত করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক,ব্যবসায়ী সংগঠন এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন  এ শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ।  রাজনীতি মুক্ত শিক্ষাঅঙ্গন, সুশৃঙ্খল পরিবেশ ও বিদ্যালয় উন্নয়নে  কাজ করতে ভুমিকা রাখবে  এই পরিচালনা পরিষদ কমিটি। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে সহযোগীতা কামনা করেন।
মোঃ কামরুজ্জামান স্ট্যালিন ভূঞাপুর উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন এর রুহুলি/কষ্টাপাড়া গ্রামের কৃষিবিদ মৃত আবদুল মজিদ মিয়া’র ছেলে ৷ রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার ব্যাপক পরিচিতি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,