সারাদেশ

পলাশবাড়ীতে  বেতকাপা ইউপিতে রোহিঙ্গাদের জন্মসনদ দেয়ার অ‌ভি‌যো‌গে তদন্ত অনুষ্ঠিত।

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপিতে রোহিঙ্গা ও ভিন‌দে‌শি‌দের জন্ম-মৃত‌্যু সনদ দেয়ার অ‌ভি‌যো‌গে তদন্ত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বিকালে মা‌ঠেরহাটস্থ ইউনিয়ন পরিষদ ভবনে এ তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তকারী কর্মকর্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, তদন্ত ক‌মি‌টির আহ্বায়ক উপজেলা সহকারি কমিশনার (ভূমি), আল ইয়াসা রহমান তাপাদার, তদন্ত ক‌মি‌টির সদস‌্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল্ল‌্যাহ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন।
 তদন্তটীম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তকারী কর্মকর্তা আল ইয়াসা রহমান তাপাদার সাংবা‌দিক‌দের প্রশ্নের উত্তরে ব‌লেন, আমরা প্রাথ‌মিক ভা‌বে আজ তদন্ত ক‌রে‌ছি। পরবর্তী‌তে আবারও তদন্ত কর‌বো।
এ সময় অত্র ইউ‌পির সদস‌্য-সদস‌্যাসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিগণ উপ‌স্থিত ছি‌লেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,