সারাদেশ

সিরাজগঞ্জে সাবেক এমপি ডঃ জান্নাত আরা হেনরী ৪ দিনের রিমান্ডে মন্জুর

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ডঃ জান্নাত আরা হেনরীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৬ মে) বেলা ৩টায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে সাবেক সংসদ সদস্য ডঃ জান্নাত আরা হেনরীকে হাজির করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে, শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি সাবেক এমপি ডঃ জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল তিনি বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে ডঃ জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই মামলায় জান্নাত আরা হেনরী এজাহারভূক্ত প্রধান আসামী।
গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে ২০০-৩০০ অজ্ঞাত করে নিহতর মা আসমানী খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,