সারাদেশ

দেবীগঞ্জে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়

পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরন করা হয়েছে।
৭ মে বুধবার দুপুরে এসব ঢেউটিন বিতরন করা হয়। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে ও পঞ্চগড়ের বোদা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (দেবীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) ওয়ালিফ মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঢেউটিন বিতরন করেন।
২০২৪-২০২৫ অর্থ বছরে দেবীগঞ্জ উপজেলায় অগ্নিকান্ড, কাল বৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন বিতরন করা হয়। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫টি পরিবারের মাঝে ২৬ বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়েছে। এছাড়াও শালডাংগা ইউনিয়নের দেবত্তর শালডাংগা গ্রামের রাশেদ ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে আগুনে পুড়ে যায় তার ঘরবাড়ি ও গবাদিপশু। পরে তাকে আর্থিক সহযোগিতা হিসেবে ১০ হাজার টাকার চেক বিতরন করা হয়। এসময় দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী আসাদুজ্জামান ও অফিস সহকারি রাকিব হোসেনসহ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,