সারাদেশ

সেনবাগে সম্পত্তির বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১,গ্রেফতার ৪ 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ রিপোর্টার
নোয়াখালীর জেলার  সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মহিদীপুর এলাকায় জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে আজ ৭ই মে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন এবং পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ৭ ই মে বুধবার সকালে এ বিরোধের জেরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে একজন আহত হন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও সেনা
বাহিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনার স্থলে পৌছে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,