সারাদেশ

পিরোজপুরে ২৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের  নিকট হস্তান্তর

পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুরে ২৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এ মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে উদ্ধার করা মোবাইল ফোন গুলো মালিকের কাছে ফেরত দেয়া হয়।
এ সময় পুলিশ সুপার ০২ টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম  (ফেসবুক একাউন্ট) উদ্ধার করে তার মালিকদের ফিরিয়ে দেন।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানার হারানো  মোবাইল সংক্রান্তে জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা হতে ২৫টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন  এবং ০২ টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়া হয়েছে। জেলা পুলিশের এরকম উদ্ধার জনিত কার্যক্রম অব্যহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,