সারাদেশ

মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ

‎নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম শামসুল হুদা দুলালের শোক সভায় মরহুম দুলালের ছেলের লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের ঘোষণা দেন সৈয়দ হারুন ফাউন্ডেশন।
‎বৃহস্পতিবার ( ৮ মে ) নোয়াখালীর জেলার  সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম শামসুল হুদা দুলালের শোক সভা বিকেল ৫ টায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ সেনবাগ আসনের ৫ বারের সফল সংসদ সদস্য  জয়নুল আবেদিন ফারুক।
‎এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
‎সভায় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম দুলালের ছেলের লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের ঘোষণা দেয়া হয়। মানবিক সমাজসেবক, শিল্পপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন সৈয়দ হারুন এর মানবিক মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,