দেবীগঞ্জে মোস্তফার বিরুদ্ধে বন ভূমির জমি দখলের অভিযোগ , বনের গাছ কাটার অভিযোগে মামলা,

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে বন ভুমি দখল করার অভিযোগ উঠেছে মোস্তাফা কামালের বিরুদ্ধে ও বনের গাছ কাটার অভিযোগে মামলাও হয়েছে। এনিয়ে সংবাদ প্রকাশ করলে মামলা করার হুমকি ও ভয়ভীতি দেন মোস্তফা কামাল ।
সরকারি গেজেট ভুক্ত বন ভূমিতে গাছ কাটা ও অপসারন জনিত অপরাধের জন্য গত বছরের ২৯ সেপ্টেম্বর মামলা হয়। বন বিভাগের বন আইনের ১৯৭২ এর ২৬ ধারা ও ১৯৫৯ এর ২৯ ধারায় দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাদের বাদী হয়ে এ মামলা করেন। বটতলী বিট রাজস্ব মোকাম দেবীগঞ্জ রেঞ্জ এর পিওআর মোকদ্দমা নং ২৬/দেবী/৭ বট।
মামলার এজাহারে জানা যায়, ঘটনার দিন বটতলী বিটের অধীনে শেখবাঁধা মৌজার সৃজিত সরকারি বাগানে প্রবেশ করে কাদেরের মোড়ের মেলাপাড়া এলাকার মোস্তফা কামাল, খারিজা ভাজনী প্রধানপাড়া এলাকার ময়জদ্দীন ও বিশর আলী, বটতলী এলাকার আকবর আলী ও আব্দুস সাত্তারসহ ৭/৮ জন ৩টি বড় ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলেন। ওই গাছগুলো ও পরিবেশের ক্ষতির পরিমান প্রায় ১ লক্ষ ২৬ হাজার টাকা। ওই গাছগুলো মোস্তফা কামাল ও ময়জদ্দীন করাত দিয়ে গাছ কেটে ফেলেন আর ময়জদ্দীন ও বিশর আলী কেটে ফেলা গাছগুলো পরিবহন কাজে ব্যস্ত ছিলেন।
এঘটনা জানতে পেরে বন বিভাগের দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাদের ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে গিয়ে আত্মগোপন করেন। এরপর বন বিভাগের কর্মকর্তারা গাছগুলো জব্দ করে দেবীগঞ্জ রেঞ্জ অফিসের বটতলী বিটে নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, ইতিপূর্বেও মোস্তফা কামালের নেতৃত্বে গাছ কাটার একাধিক অভিযোগ উঠেছে। তার নামে একাধিক মামলা বর্তমানে চলমান রয়েছে। মোস্তফা কামালের সাথে স্থানীয় লোকজনও জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।
মামলা করার পরিপ্রেক্ষিতে বন কর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা ও ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে জানা যায়।
তবে মোস্তফা কামাল গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি গাছতো দুরের কথা গাছের পাতাও ছুঁয়ে দেখিনি। আপনারা সঠিক ভাবে তদন্ত করে দেখেন। আর এ বিষয় নিয়ে নিউজ করলে আমি আপনাদের বিরুদ্ধে মামলা করবো।
উল্লেখ্য, জেলা প্রশাসন সকল বেস্টেড বন ভূমির সংরক্ষিত বন ঘোষনার প্রাথমিক কার্যক্রম হিসেবে বিজ্ঞপ্তি জারি করেন।
দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মন্জুরুল করিম জানান, গাছ কাটার অভিযোগে তাদের নামে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।