সারাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পিরোজপুরে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল ‎

‎পিরোজপুর প্রতিনিধি: –
 আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।
শনিবার (১০ মে) রাতে পিরোজপুর আল্লামা সাইদী ফাউন্ডেশন থেকে এ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও সাইদী ফাউন্ডেশনে এসে শেষ হয়। ‎
এ সময় পিরোজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ৯ মাসের মাথায় তাদের করা আইনে আজকে তারাই নিষিদ্ধ হয়েছে। এই খুনি আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াত ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা ও কাল্পনিক মামলায় ফাঁসি দিয়েছে। অনেককে জেল খানার মধ্যে মৃত্যু বরন করতে হয়েছে। অনেক ভাই শাহাদাত বরন করেছে। অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে। তাদের ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আল্লাহ আওয়ামী মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। এসময় তিনি দাবী করেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না তাদের ট্রাইবুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হবে ততদিন পর্যন্ত তারা বিশ্রাম করবে না। ‎
এসময় জামায়াত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,