সারাদেশ

শাহরাস্তিতে ভাতিজাদের হামলায় চাচাসহ ৪জন আহত

হাসান আহমেদ।। শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা রাধার বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলায় পিতা-পুত্রসহ ৪জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ৯ মে শুক্রবার রাত সাড়ে ৭টায় আহত ব্যক্তিদের বসত ঘরের সামনে এঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ওই বাড়ির মৃত আবিদ আলীর পুত্র মোঃ নুরুল ইসলাম (৫৫), মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ জাহিদ হাসান জোনাক (২২), মোঃ ফয়সাল আহমেদ (২৫), মোঃ খোরশেদ আলম (২৭)।
ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যায় নুরুল ইসলামের পুত্র ফয়সাল এজমালি পুকুরে গোসল করতে গেলে প্রতিপক্ষ মাছ ধরা অভিযোগ তোলে। এবিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনার সময় প্রতিপক্ষে অতর্কিত হামলায় উক্ত ৪জন আহত হয়। এবিষয়ে থানায় নুরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার বাদি হয়ে আবুদল বারেকের পুত্র ফিরোজ, শাহজান, মৃত আবদুল মান্নানের পুত্র ওসমান গনী, সুমন, মামুন, মৃত মোবারক হোসেনের পুত্র মহিন উদ্দীন, আমিন উদ্দীন তুহিন, সাইফুদ্দীন, আলাউদ্দিন রোবেল, সালাউদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। এদের মধ্যে থানা পুলিশ মৃত আবদুল বারেকের পুত্র ফিরোজ, মৃত মোবারক হোসেনের পুত্র আমিন উদ্দীন তুহিন ও সাইফুদ্দীনকে আটক করে কোর্ট হেফাযতে প্রেরণ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,