সারাদেশ

ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাষানী মিলনায়তনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেয়।
এ সময় জেলা ছাত্রদলের নেতারা বলেন, নিহত সাম্য সিরাজগঞ্জের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু মেনে নেওয়ার মতো নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। অন্যথায় তারা বৃহৎ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
নিহত সাম্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামে। বাদ এশা নিজ এলাকা সড়াতৈল গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,