ওঝার ভরসায় সময় পাড়, ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (১৪ মে) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দীন ওই গ্রামের নফিল উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য তফা।
স্বজনরা জানান, ভোরবেলা নিজ বাড়িতে জামালকে বিষধর সাপে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় কয়েকজন ওঝাকে ডেকে আনা হয়। তারা দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁক করে সাপের বিষ নামানোর চেষ্টা করে। প্রায় ৪ ঘণ্টা পর জামালকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফুয়াদ বলেন, “সাপে কাটার প্রায় ৪ ঘণ্টা পর রোগীকে হাসপাতালে আনা হয়। তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। ভ্যাকসিন দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গেই রোগীকে হাসপাতালে নেওয়া উচিত।”
মৃত্যুর পর জামালের মরদেহ সদর হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার দুপুর ২টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।