সারাদেশ

“শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন”

মো: ইফতেখার হাবীব ( কুমারখালী- কুষ্টিয়া)
প্রতিনিধি  কুমারখালীতে উপবৃত্তি দেওয়ার কথা বলে স্কুলের লাইব্রেরিতে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।
অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম শেখ রেজাউল করিম মিলন। তিনি উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রোববার (১৮ মে ) সকাল সাড়ে ১১টা থেকে বিদ্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে দুপুর ১টা পর্যন্ত উপজেলার-পান্টি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে কুমারখালী থানার ওসি (অফিসার ইনচার্জ) মো. সোলায়মান শেখ বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে দেন।
আন্দোলনকারীরা বলেন, প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানিসহ নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তবুও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কলট রিসিভ করেননি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,