সারাদেশ

ভূঞাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান এর ভাইসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের নেতা 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার মামলায় টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
শনিবার (১৭ মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার ছাব্বিশা এলাকা থেকে টিটু ও বরকতপুর থেকে সেচ্ছাসেবক লীগ নেতা বাবুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই নেতা হলেন – উপজেলার অলোয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বরকতপুর গ্রামের সোহরাব খন্দকারের ছেলে সাইফুল ইসলাম খন্দকার ওরফে বাবু (৪৫) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর ভাই সোহেল রানা ওরফে টিটু (৩৮)।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম খন্দকার ওরফে বাবু ও সোহেল রানা ওরফে টিটুকে গ্রেফতার করা হয়। পরে রাতেই টাঙ্গাইল সদর থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,