সারাদেশ

” কুমারখালিতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত “

কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টর চাপায় সুরুজ আহমেদ (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
মো: ইফতেখার হাবীব ( কুমারখালী- কুষ্টিয়া)  প্রতিনিধি,  সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি একই উপজেলার ছেউডিয়া কারিগরপাড়ায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুরুজ আহমেদ মোটরসাইকেল যোগে কুমারখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ও কুষ্টিয়া হাইওয়ে থানা
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দুর্ঘটনার বিষয়ে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ, কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাক্টরের চাপায় একজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,