সারাদেশ

যশোরের শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় বন্যপ্রাণী তক্ষক পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে শার্শা থানার পুলিশ। সোমবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাটিপুকুর গ্রামের করিম হোসেন (৪৮) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মামুনুর রশীদ (৪২)।করিম হোসেনের বিরুদ্ধে একই ধরনের অপরাধে শার্শা থানায় আরো একটি মামলা রয়েছেপুলিশ জানায়, বন্যপ্রাণী পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী ও সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ৩ টা দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালান। অভিযানে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করা হয়।পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে করিম হোসেনের বসত ঘরের ভেতরে প্লাস্টিকের ঝুড়িতে রাখা একটি বন্য প্রাণী তক্ষক সাপ উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান,এ সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক দুই জনকে বিজ্ঞ আদালতের যশোরে পাঠানো হবে ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,