সারাদেশ

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা 

জাকির হোসেন, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ এর পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে,মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে,উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে,মোঃ আহসানুল কবীর (প্রধান শিক্ষক) এর সভাপতিত্বে, অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের,সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম।
এবং অভিভাবক ও শিক্ষার্থীরা৷ তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, আবু তাহের মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইয়ামিন হোসেন,অভিভাবক প্রতিনিধি মোঃ গোলাম হোসেন,শিক্ষানুরাগী মোঃ মনিরুজ্জামান, বেনাপোল ডিগ্রী কলেজ প্রভাষক মোঃ আক্তারুজ্জামান, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসানুল কবীর,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,