সারাদেশ

রাজবাড়ীতে পদ্মার চরে ১৯ টি বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

বোরহান উদ্দিন | কালুখালী, রাজবাড়ী :
রাজবাড়ীর পদ্মার চরে এসে নিজের জমি দাবি করে অতর্কিত হামলা অগ্নি সংযোগ করেছে পার্শ্ববর্তী জেলা পাবনার একদল দুর্বৃত্তরা।  আতঙ্কে দিন পার করছে চরাঞ্চল বাসি।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-শাহামীরপুর এলাকার বসতবাড়িতে দিনের আলোতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷
গতকাল ২৩ মে শুক্রবার দুপুর ১২ টার দিকে ৯০ থেকে ১০০ জন দুর্বৃত্তরা সঙ্ঘবদ্ধ হয়ে পাবনা থেকে এসে প্রায় ১৯ টি বসত বাড়ির ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, বসত ঘর, গরুর ঘর ও রান্নাঘর কোন কিছুই দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাইনি,
 বসতবাড়িতে হামলা চালানোর পর লুট করা হয় নগদ টাকা, সেলো মেশিন, পাওয়ার টিলারসহ অন্য জিনিসপত্র । হামলা, ভাঙচুর, লুটপাট শেষে একটি বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায় তারা ।
এই অতর্কিত হামলার বিষয়ে এলাকাবাসী নিকটস্থ থানায় সংবাদ দিলে পাংশা মডেল থানা পুলিশ জানায় জমির সিমানা নিধারণ নিয়ে এই ঘটনাটি ঘটছে, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং এ নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,