সারাদেশ

পিরোজপুরে সরকারি অফিসে দুর্নীতি বন্ধের দাবিতে কৃষক দলের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসের জমি রেজিস্ট্রেশনে ঘুষ ও কৃষি অফিসের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার আয়োজনে শহরের শহীদ মিনার সড়কে ও সদর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাসির আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও  বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল ইসলাম কিসমত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাসিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।
 এসময় বক্তারা বলেন, অবিলম্বে রেজিস্ট্র অফিসের ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে কাজ সম্পূর্ণ করতে পারে। এছাড়াও, দুর্নীতিবাজদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
একই দাবিতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে কৃষকের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সরকারের মাধ্যমে বিতরণ করা হয়েছে সেগুলি কৃষকদের মাঝে বিতরণ না করে দুর্নীতিবাজ কর্মকর্তারা অন্যত্র বিক্রি করে দিয়েছেন। অবিলম্বে কৃষি যন্ত্রপাত ক্রয় ও বিতরণ সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। এক্ষেত্রে কোন অনিয়ম হলে অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,