সারাদেশ

উন্নয়ন কাজে ইউপি সদস্যদের সম্পৃক্ত করায় কচুয়ায় জামায়াত নেতৃবৃন্দদের প্রতিবাদ লিপি 

বাগেরহাট জেলা প্রতিনিধি ।।
স্বৈরাচারের দোসর পলাতক ইউপি সদস্যের নামে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ও সই অব্যাহত রাখার প্রতিবাদে বাংলাদেশ জামায়েত ইসলামী কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন নেতৃবৃন্দের স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপি কচুয়া উপজেলা প্রশাসন বরাবর প্রদান করা হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়েত ইসলামী ৭ নং বাধাল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক এর যৌথ স্বাক্ষরিত এই প্রতিবাদ লিপি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গ্রহণ করেন।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, নতুন উন্নয়নমূলক কাজে পলাতক স্বৈরাচারীর দোসর ইউপি সদস্যের নামে ছাড়া কাজ করা অসম্ভব এবং ইউনিয়ন পরিষদের চারিত্রিক সনদে সই অব্যাহত রয়েছে এ বিষয়ে বাংলাদেশ জামায়েত ইসলামী ৭ নং বাধাল ইউনিয়ন সমর্থন করে না।
অতি শীঘ্রই স্বৈরাচারের দোসর থেকে ইউনিয়ন পরিষদকে রক্ষা এবং বিকল্পভাবে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করার দাবি জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,