সারাদেশ

অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় হাজিরা দিতে এসে জজকোর্টের আইনজীবি  জেল হাজতে

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার একটি অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় হাজিরা দিতে আসা দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবি এ্যাডভোকেট মজিবর রহমানের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি) দুপুর ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ আদালতের বিচারক রাহুল দেব শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করেছেন।
জানা গেছে,  ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপি’র নেতা মো: শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেন।
এজাহারে ২ নম্বর আসামি এ্যাডভোকেট মজিবর রহমান হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের ডিরেকশন শেষে স্যারেন্ডার করে জামিন চাইতে আজ আদালতে হাজিরা দিতে আসলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন বিচারক।
আসামি এ্যাডভোকেট মজিবর রহমান দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভিপি সম্পত্তির সহকারী পিপি ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,