সারাদেশ

“রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও রাতভর নারী যাত্রীদের ধর্ষণ, গ্রেপ্তার ৩”

আব্দুর রহমান ঈশান, স্টাফ রিপোর্টার
গাবতলী থেকে রাজশাহীগামী একটি বাসে ভয়ঙ্কর ডাকাতির পাশাপাশি দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাসের চালক, সুপারভাইজার ও সহকারীকে নাটোরের পুলিশ গ্রেপ্তার করেছে।
বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে থানার মোড় এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
বাসচালক বাবলু আলী (৩০), রাজশাহীর বোয়ালিয়ার শাহমুকদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে।
সুপারভাইজার সুমন ইসলাম (৩৩), সাধুর মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে।
সহকারী মাহবুব আলম (২৮), পূর্ব কাঁঠালিয়া এলাকার আঙুর মণ্ডলের ছেলে।
ওসি সিরাজুল ইসলাম বলেন, “ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের বাসটি সোমবার রাত ১০টায় গাবতলী থেকে ছেড়ে আসে। পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় নতুন যাত্রী তোলার পর বাসে থাকা একদল সশস্ত্র ডাকাত বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা যাত্রীদের সর্বস্ব লুটপাট করে এবং দুই নারী যাত্রীকে ধর্ষণ করে। পরে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় নেমে পালিয়ে যায়।”
মঙ্গলবার সকালে বড়াইগ্রাম থানার মোড়ে বাসটি পৌঁছালে যাত্রীরা সেটি আটকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করে এবং বাসটি জব্দ করে।
বাসযাত্রী মজনু আকন্দ বলেন, “বাস ছাড়ার কিছুক্ষণ পরই ৮-১০ জনের একটি দল অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের জিম্মি করে ফেলে। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে। এরপর দুই নারী যাত্রীকে পাশবিক নির্যাতন চালায়।”
অপর এক যাত্রী ওমর আলী জানান, “ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও তার সহযোগীরা। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, “যেহেতু ঘটনাটি টাঙ্গাইলে ঘটেছে, তাই বড়াইগ্রাম থানায় মামলা নেওয়া সম্ভব হয়নি। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,