সারাদেশ

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর দুজন নিহত

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী বাবুল হোসেন (৩০) স্ত্রী শারমিন (২৫) দুজন নিহত হয়েছে।
রবিবার(১৬ ফেব্রুয়ারী) রাত ৯ টায় ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জ উথলি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়। জানা যায়, কর্মস্থল থেকে মোটরসাইকেলে  ফেরার পথে গাড়িতে চাপা দিলে ঘটনাস্থলে  মৃত্যু হয়।তবে কিসের সাথে দুর্ঘটনা ঘটে তার কারণ জানা যায় নি।
নিহত বাবুল নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংডাইর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাদের একটি ৫বছরের ছেলে সন্তান রয়েছে।  এই মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,