হযরত আলী বেলাল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা ডিমলা উপজেলার অটো-চালক শ্রমিকদের চার দফা দাবিতে মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।
আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১:০০ ঘটিকায় ডিমলা উপজেলা পরিষদ মাঠ থেকে অটো-চালক শ্রমিকরা ৪দফা দাবিতে একটি মিছিল বের করেন। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শুটিবাড়ী মোড় (অম্লান চত্বর),ডিমলায় সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
অটো-চালক শ্রমিকদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল: ১.অটো-চালক শ্রমিকদের দিয়ে থানায় বিনা পারিশ্রমিকে ডে-ডিউটি বন্ধ করতে হবে, ২.সমিতির শ্রমিক কল্যানের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে, ৩.ফুটপাতে দোকানপাট ও হকারি বন্ধ করতে হবে,
৪.ডিমলার প্রতিটি মোড়ে ট্রাফিক পুলিশ দিতে হবে।
সমাবেশে উপস্হিত ছিলেন ডিমলা উপজেলার অটো-চালক শ্রমিক নেতৃবৃন্দ সহ প্রত্যেক ইউনিয়নের অটো-চালকগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃত্ববৃন্দসহ সাধারন শিক্ষার্থীরাও মিছিল শেষে সমাবেশে বক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
চার দফা দাবিতে মিছিল ও সমাবেশ আয়োজন করেন: ডিমলা উপজেলার সর্বস্তরের অটোচালক শ্রমিক। এবং সহযোগিতায়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি,ডিমলা,নীলফামারী।