সারাদেশ

মহেশপুরে হত্যা মামলার দু‘সাক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টা

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ১১.০২.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মান্দারতলা বাজারে মোটর সাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার দুই সাক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে হত্যা মামলার আসামীরা।
এলাকাবাসী ও আহতরা জানায়, বুধবার সকালে মহেশপুর উপজেলা যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামের নুর ইসলামের দুই ছেলে হাসান আলী (৩০ ও আজিজুল ইসলাম (৩৫) বাড়ি থেকে মহেশপুর আসার পথে মান্দারতলা বাজারে সোহাগের দোকানে মোটর সাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার আসামী খুলনার আলামিন,ভৈরবার লিটন ও মান্দারতলা গ্রামের আশিক দুই ভাইকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। বাজারের লোকজন এগিয়ে আসলে হত্যার চেষ্টাকারীরা পালিয়ে যায়। দ্রæত বাজারের লোকজন তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্মরত চিকিৎসক তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
ধান্যহাড়িয়া গ্রামের সাধারণ মানুষেরা জানান, হাসান ও আজিজুল গত ২৩ সালে ধান্যহাড়িয়া গ্রামের টিটু হত্যার প্রধান সাক্ষী। ঐ মামলার আসামীরা জেল থেকে বেরিয়ে এসে গত কয়েক দিন ধরে এদেরকে হুমকি দামকি দিয়ে আসছিলো। পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করার জন্য ভাড়াটিয়া কিলার ভাড়া করে নিয়ে আসে মান্দারতলা গ্রামের আশিক।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি,ঘটনাটি যারা ঘটিয়েছে তারা সবাই ধান্যহাড়িয়া গ্রামের টিটু হত্যার আসামী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং