সারাদেশ

যোগ্য পরিবহন প্রশাসকের দাবি ইবি ছাত্র আন্দোলনের

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ, অযোগ্য, অপ্রশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের গাড়ী চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিলিংয়ের ব্যবস্থা, পরিবহন প্রশাসকের পদত্যাগ’সহ যোগ্য পরিবহন প্রশাসকের দাবি করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সভাপতি মো. আল আমিন ও শাখা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন রাহাত এক যৌথ বিবৃতিতে এমন দাবি জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন বাস অ্যাড করতে হবে ও ক্রমান্বয়ে ভাড়ায় চালিত বাস বাদ দিতে হবে এবং বাসের গতিবিধি নিয়ন্ত্রণ করার্থে এবং সুষ্ঠু ভাবে পরিচালনায় পরিবহন প্রশাসকের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দিতে হবে। ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দ্বায় স্বীকার করে প্রো-ভিসি কে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষক কে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে। ক্যাম্পাস প্রশাসন কে উপরোক্ত দাবি সমূহকে বিবেচনায় নিয়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

উল্লখ্য, কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসগামী বাস মাঝপথে ওভারটেইক করতে গিয়ে খাদে পড়ে ১৫ জনের অধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,