সারাদেশ

কমলগঞ্জে এক নারীর লাশ উদ্ধার

জায়েদ আহমেদ,  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারে কমলগঞ্জে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫) ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কমলগঞ্জ থানার এসআই অনিক দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,